
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটায় পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে দেবহাটা উপজেলার আসকারপুর ধোনারমোড় নামক স্থানে। নিহত ব্যবসায়ীর নাম হামিদুল ইসলাম (৪২)। তিনি দেবহাটা উপজেলার আসকারপুর গ্রামের মৃত আনছার গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়ম নিহত হামিদুল ইসলাম তার ছেলেকে নিয়ে মঙ্গলবার বিকাল ৫টার দিকে তার নিজস্ব মোটর সাইকেলযোগে নলতার দিকে যাচ্ছিলেন। এসময় কালীগঞ্জ থেকে সাতক্ষীরা অভিমুখে যাওয়া একটি পিকআপের সাথে হামিদুলের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হামিদুল মারাত্মক আহত নন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। তবে তার সাথে থাকা ছেলেটি সামান্য আহত হন। খবর পেয়ে কালীগঞ্জ সার্কেল এএসপি মীর মনির হোসেন ও দেবহাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। দেবহাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান হামিদুলের মৃত্যর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
#