
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ ::
কালিগঞ্জ উপজেলায় হিজড়াদের দৌরাত্ব ও অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী।রক্ষা পাচ্ছে না হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী পরিবারও। কালিগঞ্জ উপজেলা এলাকায় প্রতিদিন বিভিন্ন স্থানে হিজড়াদের বাদরামী আর চাঁদা দাবীতে মিশন চলছেই। যেন তারা অপ্রতিরোধ্য। উপজেলায় এলাকা ভিত্তিক তাদের মানিত বিভিন্ন দালাল চক্রদের সংবাদের ভিত্তিতে দাপিয়ে বেড়ায় এই হিজড়ারা। কারো শিশু সন্তান জন্মগ্রহণ করলেই হিজড়াদের এলাকা ভিত্তিক নিয়োগকৃত এজেন্টদের মাধ্যমে খবর পেয়ে হিজড়ার দল ঢোল তবলা নিয়ে তাদের বাসায় হাজির হয়। আর্থিক সংগতি অনুয়াযী শিশুর অভিভাবকের কাছে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করে, অনেক ক্ষেত্রে আদায়ও করছে মর্মে জানা গেছে। দালাল চক্রের খবরে প্রতিবন্ধীরা মাপ পাচ্ছে না। এমন একটি ঘটনা মঙ্গলবার দুপুরে মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে হত দরিদ্র আজিজার রহমানের বাড়িতেই ঘটেছে। ভুক্তভোগী পরিবার সুত্রে প্রকাশ, তিন মাস আগে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জম্ম হয়। হিজড়ার দল বিষয়টি জানতে পেরে দরিদ্র ও পঙ্গু পরিবারে হানা দিয়ে এবং পরিবারের লোকদেরকে হেনস্থা করে চাঁদা নিয়ে চম্পট দিয়েছে।আজিজারের স্ত্রী এ প্রতিনিধিকে জানান, হিজড়ারা তার বাড়িতে এসে ঢোল, তবলা আর তালু বাঁজাতে থাকে এবং ১ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি এত টাকা কোথায় পাবো আমার স্বামী কোন কাজ কাম করতে পারে না, ব্রেন্টের সমস্যা পাগল প্রায়,একটি ছেলে প্রতিবন্ধী, আমরা গরীব ২শ টাকা নিয়ে চলে যাও। এক পর্যায়ে হিজড়ার দলটি গৃহবধুকে ঠেলা মেরে ফেলে দিয়ে ঘরে ঢুকে বাস্ক থেকে প্রতিবন্ধী ছেলের গচ্ছিত ৫শ টাকা নিয়ে চলে যায়। বিষয়টি শুনে এলাকার প্রতিবেশী ও স্হানীয়দের মধ্যে ক্ষোভেরর সৃষ্টি হয়েছে। এলাকায় হিজড়াদের অত্যাচারে অতিষ্ঠ থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভূগি পরিবার ও সচেতন মহল।
##