কালিগঞ্জে ২৫০ জন কৃষককের মাঝে বীজ ও সার বিতরণ


536 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কালিগঞ্জে ২৫০ জন কৃষককের মাঝে বীজ ও সার বিতরণ
এপ্রিল ৩, ২০১৮ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

 

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার কৃষি অফিস হলরুমে ৩ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। খরিপ ১/২০১৮-২০১৯ মৌসুমে উফশী আউশ ও নোকিয়া আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রানোদানা কর্মসূচি বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ প্রদান করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসান। উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিএম শফিউল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহাবুল আলম, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা মৎস্য অফিসার শফিকুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলার ২৫০জন কৃষককে প্রানোদানা কর্মসূচির আওতায় সার বীজ প্রদান করা হয়। এর মধ্যে উফশী আউশ চাষীদের প্রত্যেকে ৫ কেজী আউশ ধান বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি. ১০ কেজি এমওপি সার ও ৫০০ টাকা সেচ সহায়তা দেওয়া হয়। এবং নোকিয়া আউশ চাষী প্রত্যেকে ৫ কেজি নোকিয়া আউশ বীজ ধান, ২০ কেজি ইউরিয়া ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ৫০০ টাকা সেচ সহায়তা ও ৫০০ টাকা আগাছা দমন সহায়তা প্রদান করা হয়। এই কর্মসূচিতে সরকার কৃষককে প্রনোদনার উপকরন দিয়ে ধান চাষে ভাল ফলন উৎপাদনে ভূমিকা রাখবে।