
সুকুমার দাশ বাচ্চু ::
‘‘বন্ধ হলে দূর্নীতি, উন্নয়নে আসবে গতি’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কালিগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ২ টি স্কুল ও ১ টি কলেজের শিক্ষার্থীদের দূর্নীতি প্রতিরোধ, শপথ বাক্য পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও একই সমায়ে পৃথক ভাবে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে, ১১ টায় কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীমের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করানো হয়। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর, সঞ্চালনায় বক্তব্য রাখেন রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ্য এ.কে.এম জাফরুল আলম বাবু, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষ, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দে, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শেখ আনোয়ার হোসেন, ইলাদেবী মল্লিক, শেখ মাহমুদুর রহমান, কুশলিয়া কমিটির সহ-সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, ধলবাড়িয়া কমিটির সভাপতি আব্দুল করিম মামুন হাসান, মথুরেশপুর ইউনিয়ন কমিটির সহ-সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।