কালিগঞ্জে ৪ দলীয় ভলিবল টুর্নামেন্টে মৌতলা চ্যাম্পিয়ান


532 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কালিগঞ্জে ৪ দলীয় ভলিবল টুর্নামেন্টে মৌতলা চ্যাম্পিয়ান
ডিসেম্বর ১৭, ২০১৫ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ :
কালিগঞ্জ উপজেলার ভদ্রখালী ষ্টেডিয়াম ক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষ্যে একই দিনে ৪ দলীয় ভলিবল টুনামেণ্টের খেলায় মৌতলা ভলিবল একাদশ চাম্পিয়ান হওয়ার গৌরব আর্জন করেছে। বৃহস্পতিবার সাকাল ১১ টায় ভদ্রখালী ষ্টেডিয়াম মাঠে টুনামেণ্টের শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি উদিয়মান তরুণ নেতা ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন। উদ্বোধনী খেলায় প্রথমে নবীননগর ভলিবল একাদশ কে হারিয়ে মৌতলা একাদশ সেমিফাইনালে ওঠে। দ্বিতীয় খেলায় সুন্দরবন ভলিবল একাদশ কে হারিয়ে খানপুর ভলিবল একাদশ সেমিফাইনালে ওঠে। বিকালে ফাইনাল খেলায় মৌতলা ভলিবল একাদশ ৩-২ সেটে খানপুর ভলিবল একাদশকে হারিয়ে চাম্পিয়ান হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন। ভদ্রখালী ষ্টেডিয়াম ক্লাবের সভাপতি কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম,কামরুল হাসান সভাপতিত্বে অনুষ্ঠানে করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি  শেখ আনোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্ছু, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এস,এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, দপ্তর সম্পাদক মোদাচ্ছের হোসেন জান্টু, মুক্তিযোদ্বা আব্দুল বারী, এসআই হেকমত আলী, ইউপি সদস্য নাসিউদ্দীন, মাহফুজা খানম, খেলা কমিটির অন্যতম সদস্য আব্দুস সেলিম প্রমুখ। খেলাটি পরিচালনা করেন সৈয়দ মোমিনুর রহমান ও আলাউদ্দীন, স্কোরে ছিলেন সাহেব ও মনি। খেলা শেষে প্রধান অতিথি চাম্পিয়ান দলকে ১০ হাজার ও রানারআপ দলকে ৭ হাজার টাকা প্রদান করেন। খেলায় প্রচুর দর্শক সমাগম হয়।