কালিগঞ্জ উপজেলায় দূর্নীতি প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা


470 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কালিগঞ্জ উপজেলায় দূর্নীতি প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা
এপ্রিল ১, ২০১৮ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

 

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ ::
‘‘বন্ধ হলে দূর্নীতি, উন্নয়নে আসবে গতি’’ এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে ১ এপ্রিল রবিবার মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের সামনে রাস্তায় ঘণ্টা ব্যাপী দূর্নীতি প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি, পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা উপজেলা, দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও উপজেলার ১২ টি ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদক সহ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে, বেলা ১২ টায় কালিগঞ্জ সুশীলন কার্যালয়ে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। তিনি বলেন দূর্নীতি প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিক হয়ে ঐক্যবদ্ধ ভাবে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। তিনি আরো বলেন সমাজের সকল স্তরের মানুষ দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারলে অতি দ্রুত দেশের উন্নয়ন ও অগ্রগতি আরো বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন দূর্নীতির বিরুদ্ধে স্বোচ্ছার হতে নিজের ইচ্ছা শক্তি যতেষ্ট। আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার ওসি তদন্ত মোহাম্মদ রাজিব হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শহীদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা, শেখ ফজলুল হক মনি, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শহীদুর রহমান, বিষ্ণপুর ইউনিয়ন কমিটির সভাপতি মনজুর লুতফর রহমান, সহ-সভাপতি নারায়ন চক্রবর্তী রাজিব, সাধারন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, দক্ষিন শ্রীপুর ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আহম্মাদ আলী, চাম্পাফুল ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, কুশলিয়া ইউনিয়ন কমিটির সভাপতি জি এম আবু আব্দুল্লাহ, সাধারন সম্পাদক অধ্যাপক শাহারিয়ার খান রিপন, নলতা ইউনিয়ন কমিটির সভাপতি চৌধুরী আমজেদ হোসেন, তারালী ইউনিয়ন কমিটির সভাপতি শ্যামাপদ দাস, সাধারন সম্পাদক মোসলেম আলী, ভাড়াশিমলা ইউনিয়ন কমিটির সভাপতি ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, মথুরেশপুর ইউনিয়নের সভাপতি আলহাজ্ব শেখ খোরশেদ আলম, সাধারন সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, ধলবাড়ীয়া ইউনিয়নের সভাপতি আব্দুল মামুন হাসান, রতনপুর ইউনিয়নের সভাপতি অচিন্ত্য কুমর ঘোষ, মৌতলা ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ ওয়াসি উদ্দিন বাবু প্রমুখ। দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গত ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে। এর মধ্যে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্থানীয় স্মৃতি স্থম্ভে পুস্পমাল্য অর্পণ, ৩০ মার্চ কালিগঞ্জ থানা ও উপজেলা পরিষদ মসজিদে জুম্মা নামাজের আগে ইমাম কতৃক দূর্নীতি বিরোধী আলোচনা, ৩১ মার্চ রোকেয়া মনসুর মহিলা কলেজ, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের শপথ বাক্য পাঠ, এবং ১ এপ্রিল মানববন্ধন, র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে বিষ্ণপুর ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ঠ সমাজসেবক, শিক্ষানুরাগী সাহিত্যিক মনজুর লুতফর রহমানের ৮০তম জম্ম দিন উপলক্ষে সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার ১২ টি ইউনিয়নের দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।