
কালিগঞ্জ প্রতিনিধি ::
কালিগঞ্জ উপজেলার নবীন – প্রবীন অনলাইন রিপোর্টারদের সমন্বয়ে গঠন করা হয়েছে ‘‘কালিগঞ্জ অনলাইন রিপোটার্স ক্লাব”। কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ২৯ আগষ্ট বিকাল ৫ টায় প্রবীন সাংবাদিক ও প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে নবীন সাংবাদিক মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় মত বিনিময় ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য
রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ আবু হবিব, সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাংবাদিক ইমরান আলী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে মো: ইমরান আলী কে সভাপতি ও মোঃ আতিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যে বিশিষ্ট কালিগঞ্জ উপজেলা অনলাইন রিপোটার্স ক্লাব কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যন্যারা হলেন সিনিয়র সহ-সভাপতি ইশারাত আলী, সজীব হোসেন সাহেব, সহ-সভাপতি আল-মামুন, সহ সাধারণ সম্পাদক রাজবুল হাসান রাজু, সাংগঠনিক সম্পাদক শেখ সাব্বির আলম, কোষাধক্ষ্য মো: শের আলী, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু হাসান, দপ্তর সম্পাদক মীর মনিরুজ্জামান সবুজ, নির্বাহী সদস্য আল-আমিন, নির্বাহী সদস্য ইসরাফিল হোসেন,সন্মানিত সদস্য সাগর হোসেন ও মজনুর রহমান।
এ সময় নব গঠীত কমিটির সকলের হাতে কালিগঞ্জ অগ্রণী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ সৌজন্যে খাতা ও কলম পুরস্কার দেওয়া হয়। কালিগঞ্জ অনলাইন রিপোটার্স ক্লাবের উপদেষ্টা মন্ডলী হলেন শেখ সাইফুল বারী সফু,শেখ আনোয়ার হোসেন, সুকুমার দাশ বাচ্ছু, এম হাফিজুর রহমান শিমুল, এস.এম আহম্মদ উল্যাহ বাচ্ছু, শেখ আবু হাবিব, আলহাজ্ব কাজী আল মামুন, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, শেখ আব্দুল করিম মামুন হাসান।
##