
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ :
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ারুল কবির লিটুর বিরুদ্ধে অর্থের বিনিময়ে জামায়াত-শিবিরের ক্যাডারদের উপজেলা যুবলীগের কমিটিতে স্থান দেয়াসহ চাঁদাবাজির অভিযোগ উঠেছে। প্রতিবাদে শনিবার বিকালে কালিগঞ্জ ফুলতলা মোড় যুবলীগ কার্যালয়ের সামনে যুবলীগ একাংশের সদস্যদের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ নুরুজ্জামান জামুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলু, আওয়ামী লীগ নেতা গোপীরঞ্জন অধিকারী, স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহবায়ক তানভীর আহম্মেদ উজ্জ্বল, শহর যুবলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, উপজেলা তরুণ লীগের সভাপতি শেখ শাহজালাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন আহম্মেদ সোহাগ, মৌতলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক লুৎফর রহমান প্রমুখ। বক্তারা বলেন, উপজেলা যুবলীগের সভাপতি পদ পাওয়ার পর শেখ আনোয়ারুল কবির লিটু উপজেলা কমিটিসহ বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনের নামে টাকা নিচ্ছে। তিনি সংগঠনের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বঞ্চিত করে জামায়াত-শিবিরের ক্যাডারদের সংগঠনে স্থান দিয়েছেন।