
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ :
কালিগঞ্জ উপজেলা সদরে পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবাগত প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলেন রবীন্দ্র নাথ বাছাড়। দীর্ঘ দিন পর কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রধান শিক্ষক নিয়োগ দেয়ায় বর্ত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন সহ কামিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন স্কুলের সহকারী শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।
প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ বাছাড় কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর গ্রামে এক সভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম গ্রহন করেন। পিতা মৃত রামপদ বাছাড়, মাতা আশালতা বাছাড়। রবীন্দ্র নাথ বাছাড় ১৯৮৪ সালে বিষ্ণপুর প্রানকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি পাশ করেন। ১৯৮৬ সালে কালিগঞ্জ কলেজ থেকে এইচ এস সি পাশ করেন, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে মাস্টারস পাশ করেন। তিনি ১৯৯৭ সালে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। এর মধ্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে প্রায় আড়াই বছর দায়িত্ব পালন করেন। তিনি গত ২ আগস্ট ২০১৫ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।