
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ ::
কালিগঞ্জ উপজেলার নলতায় জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে মীর আলমগীর হোসেন ও আনন্দ কর্মকারের মধ্যে বিরোধের নিস্পত্তি বিষয়ে কালিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন বৃহস্পতিবার বেলা ১টায় অনুষ্ঠিত হয়েছে।
লিখিত বক্তব্যে আনন্দ কর্মকার বলেন এলাকার শারাকাত মীরের ছেলে সাথে জমি জায়গা নিয়ে সমান্য বিরোধ তৈরী হয়। বিষয়টি প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তির মাধ্যমে মিমাংশা করে আমার দাবীকৃত জমি বুঝে পেয়েছি এবং সেই জমিতে আমি পাঁকা ঘর নির্মাণসহ বিভিন্ন ধরনের কর্মকান্ড করছি।
কিন্ত বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি চক্র অপপ্রচারে লিপ্ত হয়ে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদপত্রে বিভিন্ন সংবাদ পরিবেশন করছে। আমি প্রশাসন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের মধ্যেস্থতায় শান্তিপূর্ন সমাধান পেয়েছি। আমাকে ভারতে তাড়িয়ে দেয়া সহ বিভিন্ন অপপ্রচার দিচ্ছে তা সঠিক নয়। মীর আলমগীর হোসেন পরিবারের সাথে আমাদের কোন বিরোধ নেই।
##