
কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ রিপোটার্স ক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান। প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত অফিসার-ইন-চার্জ উপ-পরিদর্শক শহিদুল্যাহ, উপ-পরিদর্শক সাইফুল আলম, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক মনির আহম্মেদ, সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এড. শেখ মোজাহার হোসেন কান্টু, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ধলবাড়িয়া ইউপি চেয়াম্যান গাজী শওকাত হোসেন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম আলহাজ্জ্ব মাওলানা আকরাম হোসাইন।