
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫ হোটেল মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করেছে। নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার গোলামা মাঈন উদ্দীন হাসান এর নেতৃত্বে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, কালিগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মোঃ আসাদ সহ সঙ্গীয় থান পলিশ। ভ্যাজাল নির্মূল ও নিরাপদ খাদ্য দ্রব্য আইনে ফুলতলা মোড়ে সৈনিক হোটেল মালিক মেহেদী হাসানকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেল মালিক আব্দুস সবুরকে ৪ হাজার টাকা, হাসান হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট মালিক আশরাফুল ইসলামকে ২ হাজার টাকা এবং হাবিব হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট মালিক হযরত আলীকে ৩ হাজার টাকা, আল্লার দান হোটেল মালিক ২ হাজার টাকা, জরিমানা করা হয়েছে। দঃবিঃ ২৭২ ধারায় অপরাধীদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসের পেশকর স্বপন কুমার ঘোষ জানান।
##
কালিগঞ্জে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষ্যে সততা
সংঘ শিক্ষক ও সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা
সুকুমার দাশ বাচ্চু :
কালিগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কামিটির আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সপ্তাহ ব্যাপী দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ৩১ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে, সকাল সাড়ে ৯ টায় কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াজেদ আলির সভাপতিত্বে , ১০ টায় মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শ্ক্ষিক মোঃ মোসলেম আলীর সভাপতিত্বে, বেলা ১১ টায় কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে সততা সংঘের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক গনের সাথে মতবিনিময় ও আলোচনা সভা এবং শফথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। অপরদিকে দেশ প্রেমের শফথ নিন, দূনীতিকে বিদায় দিন, শীর্ষক শ্লোগানকে সামনে রেখে বেলা সাড়ে ১১ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারে সম্মেলন কক্ষ্যে সরকারী কর্মকর্তা, কর্মচারীগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাইনউদ্দীন হাসান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহার, সমবায় কর্মকর্তা নওশের আলী, পরিসংখ্যান কর্মকর্তা রাসিদুল ইসলাম, পরিবার পারিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্জ মুনসুর আলী, সহ-সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, দূনীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এ্যাড জাফরুল্লাহ ইব্রাহিম, দূর্নীতি প্রতিরোধ সদস্য শেখ আনোয়ার হোসেন, দীলিপ দত্ত, ঈলাদেবী মল্লিক, প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা দূর্নীতি দমন পতিরোধ কমিটির সাবেক সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, আবু হাবিব, আহম্মাদউল্লাহ বাচ্চু, হাফিজুর রহমান শিমুল সহ-জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।