কালিগঞ্জ সংবাদ ॥ ইসলামী ব্যাংকের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


402 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কালিগঞ্জ সংবাদ ॥ ইসলামী ব্যাংকের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মার্চ ৩০, ২০১৬ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

কালিগঞ্জ প্রতিনিধিঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর ৩৩ তম প্রতিষ্ঠা বার্যিকী পালন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় কালিগঞ্জ শাখা কার্যালয়ে ব্যাবস্থপক জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন। ব্যাংকের সেকেন্ড অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাজিমগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান। এছাড়াও গ্রাহকদের মধ্যে সাবেক প্রধান শিক্ষক আব্দুল আফু আকুঞ্জী, প্রভাষক ফরিদ উদ্দীন আহম্মেদ, শেখ মিয়ারাজ হোসেন প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকী পালনে ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার আয়োজনে উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তা, সাংবাদিক, গ্রাহক ও সূধিবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কোট মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ আকরাম হুসাইন।

কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নে বিদ্যুৎ লাইনের শুভ উদ্ধোধন

কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাসির  দীর্ঘ দিনের দাবির প্রতিফলন ঘটিয়ে বুধবার সকাল ৯ টায় বিদ্যুৎ লাইনের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। বিষ্ণুপুরে প্রত্যান্ত এই পল্লিতে ১.৫ কিঃ মিঃ বিদ্যুৎ লাইনের খুটি স্থাপন উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন। ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য নিরাঞ্জন কুমার পাল (বাচ্চু) এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি এরশাদ আলী শানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল আহম্মেদ সোহেল, বিশিষ্ঠ সমাজসেবক জয়দেব বিশ্বাস, আব্দুল মজিদ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত  ছিলেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন  বন্দকাটি আহম্মাদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক শেখ আজিমুর রহমান ।