সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ :
‘সাক্ষরতা আর দক্ষতা টেকসই সমাজের মূল কথা’ এ ই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় কালিগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালী, সমাবেশ , শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ৯.৩০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালীতে উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, সুধী ব্যক্তিরাঅংশ গ্রহন করে। র্যালিটি কালিগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । পরে উপজেলা অডিটোরিয়ামে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা ভার প্রাপ্ত নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা। সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যাপক বিশিষ্ঠ সাহিত্যিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহার, সার্স এর প্রোগ্রাম ম্যানেজার আসাদুজ্জামান, শিক্ষা অফিসার দীন মোহাম্মদ, সহকারী শিক্ষা অফিসার জহুরুল হক, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, ল্যাবরেটরীর প্রধান শিক্ষক প্রান কৃষ্ণ সরকার,এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম। মাধ্যমিক পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রানার্স কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়।
মাদ্রসা পর্যায়ে হাজী তফিল উদ্দিন দাখিল মাদ্রাসা চ্যাম্পিয়ন হয় এবং রানার্সআপ নাসরুল উলুম দাখিল মাদ্রাসা।
এছাড়া সুন্দর হাতের লেখায় ক, খ ,গ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
এদিকে বেসরকারী সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর সহযোগিতায় ও ৫টি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে আন্তরর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুল গুলো হলো বাগ বসন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর ভাড়াসিমলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাড়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভগবান বশোন্তপুর সরকারী প্রথামিক বিদ্যালয় ও পিরোজপুর পথকলি সরকারী প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাস এর উপজেলা সমন্ময়কারী তাপস মল্লিক ফিল্ডফ্যাসিলিটেটর, শিখারানী , ইউনুছ আলী শেখ ও মোঃ হাফিজুর রহমান।
##
শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে অন্তরভুক্ত করায় কালিগঞ্জে আনন্দ মিছিল
কালিগঞ্জ প্রতিনিধি :
বেসরকারী শিক্ষক কর্মচারিদের জাতীয় পেস্কেলের অন্তরভুক্ত করায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রান ঢালা অভিনন্দন ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওয়াজেদ আলীর নেতৃত্বে মঙ্গলবার সকাল ১১ একটি আনন্দ মিছিল বের হয়।
আনন্দ মিছিলটি উপজেলার উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে এক সংক্ষিপ্ত পথ সভার মধ্য দিয়ে শেষ হয় ।
বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, মাননীয় শিক্ষা মন্ত্রী ও শিক্ষা সচিবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, ডি আর এম আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আবুল বাসার, দক্ষিন শ্রীপুর কলেজিয়েট বিদ্যালয়ের প্রধান শেখ আবু রায়হান, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওয়াজেদ আলী, শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দে, হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোঃ রমিজ উদ্দিন , কালিগঞ্জ সহকারী শিক্ষক সমিতির সভাপতি শেখ ইকবাল আলম বাবলু, সাতক্ষীরা জেলা সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গাজী মিজানুর রহমান সহ বিভিন্ন কলেজ, স্কুল,মাদ্রাসার শত শত শিক্ষক ও কর্মচারীবৃন্দ।