
সুকুমার দাশ কালিগঞ্জ ::
কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ে জনসচেতনতা মূলক নকসী কাঁথা প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে। ২১ জানুয়ারী সোমবার বেলা সাড়ে ১২টায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে কালিগঞ্জ উপজেলা যুব উন্নায়ন অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নায়ন অধিদপ্তর সাতক্ষীরা জেলার উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নায়ন অধিদপ্তর সাতক্ষীরা জেলার সহকারী পরিচালক আব্দুল কাদের, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়, যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার অপারেটর আনোয়ার হোসেন, প্রশিক্ষক জান্নাতয়ারা ফেরদৌস দীনা প্রমুখ। ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষনে উপজেলার ২৫জন নারী অংশ গ্রহন করে।
#
নাজিমগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীকে জরিমানা করায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ
সুকুমার দাশ কালিগঞ্জ ::
কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারে প্রবীন ব্যবসায়ী আলহাজ্ব মনসুর আলী গাইন কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার বেলা ১২টায় ভ্রাম্যমান আদালতের এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট ও কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন অভিযান পরিচালনা করেন। গাইন এন্ড সন্স গামেন্টেস এর স্বত্তাধিকারী আলহাজ্ব মনসুর আলী গাইন ভ্র্যমামান আদালত পরিচালনা করেন। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট দোকানের মালিককে না পেয়ে অবশেষে কর্মচারী বসন্তপুর গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকের ছেলে নাজমুল কে আটক করে নিয়ে আসে। পরে তিনি ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে কর্মচারীকে ছেড়ে দেয়। এ দিকে নাজিমগঞ্জ বাজারে গাইন এন্ড সন্স গামেন্টেস এর মালিক আলহাজ্ব মনসুর আলী গাইনের পুত্র ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ভ্র্যামমান আদালত পরিচালনার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের দোকানে উদ্দেশে মুলক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করায় তাৎক্ষনিক সকল ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এসময় নাজিমগঞ্জ বাজারে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলু, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আহসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কার, নাজিমগঞ্জ বাজার কমিটির সভাপতি শেখ ফিরোজ কবির কাজল, ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহাবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আহমেদ সোহাগ, নাজিমগঞ্জ বাজার কমিটির প্রচার সম্পাদক মনিরুজ্জামান মুন্না সহ শত শত ব্যবসায়ীবৃন্দ।
#
কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
সুকুমার দাশ,কালিগঞ্জ ::
কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যকারী কমিটির এক সভা ২১ জানুয়ারী সোমবার বিকাল ৪টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি নিয়াজ কওছার তুহিন, সহ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুণ, নির্বাহী সদস্য শেখ আবু হাবিব প্রমুখ। সভায় কালিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্ঠা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরাবতা পালন করা হয়। এবং আগামী ২৮ জানুয়ারী সোমবার বিকাল ৩টায় কালিগঞ্জ প্রেসক্লাবে মরহুমের স্মৃতিচারন দোয়া অনুষ্ঠান করা হবে। এছাড়া ১৬ জানুয়ারী কালিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন, সদস্যদের বকেয়া মাসিক চাঁদা পরিশোধ, এবং ৭ ফেব্রুয়ারী সাধারন সভার সিধান্ত গৃহীত হয়।