কালিগঞ্জ সংবাদ ॥ বসন্তপুর পোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ


786 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কালিগঞ্জ সংবাদ ॥ বসন্তপুর পোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
ডিসেম্বর ২৩, ২০১৫ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ :
কালিগঞ্জ উপজেলার সিমান্তবর্তী এলাকায় অবস্থিত বসন্তপুর পোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম সি প্রধান গৌতম কুমার লস্কার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বার্ষিক পরীক্ষায় উতীর্ণ ছাত্র/ছাত্রীদের ফলাফল ঘোষনা করেন মথূরেশপুর  ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ মারুফ। উপজেলা তরুণ লীগের সাধারন সম্পাদক গাজী আব্দুস সবুরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রফিকুননেছা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো শেখ আবু হাবিব, এস এম সি সহ-সভাপতি মোঃ কুদ্দুস গাজী, সদস্য মোঃ আকবার গাজী ও তাছলিমা খাতুন, আসমা খাতুন, ইছাক আলী, মোহাম্মদ আলী ও ইক্তেকার আলম সহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক সুধী ও সাংবাদিক বৃন্দ। বিদ্যালয়ের পক্ষ থেকে মেধা মূল্যায়নে বার্ষিক পরীক্ষায় উতীর্ণ ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়েছে।
##

কালিগঞ্জে এম খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা
কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ সদর এম খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও শ্রেনী প্রমোশন অনুষ্ঠান ২৩ ডিসেম্বর বেলা ১১ টায় স্কুল প্রাঙ্গনে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপত্বি করেন বিদ্যালয়ের এসএমসি সভাপতি আলহাজ্ব মহিউদ্দীন আহম্মাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার দ্বীন মোহাম্মাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আশেকুজ্জামান, ফারুক হোসেন, প্রভাত কুমার রায়, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সম্পাদক এস,এম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, বিদ্যালয়ের এসএমসি কমিটির সদস্য আব্দুল কাদের, শাকির আহম্মাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এম খাতুন সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা রানী বালা। পরে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং ১ম,২য়,৩য় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।
##

ভদ্রখালী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল প্রকাশ

কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠান বুধবার সকাল ১১ টায় ভদ্রখালী স্কুল প্রাঙ্গনে এস এম আহম্মদ আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন কুশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও স্কুল কমিটির সভাপতি শেখ এবাদুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থি ছিলেন শেখ মোজাফার হোসেন, কমিটির ভিতরে বক্তব্য রাখেন মোঃ সেলিম খান, কামরুল হাসান, জিএম জহুরুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুজ্জামান, ভদ্রখালী স্কুল প্রধান শিক্ষক শেখ আজগর আলী, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক হাফিজুর রহমান মুকুল ।