
সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ :
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জুয়েলার্স, মিষ্ঠির দোকান, মুদি ও কাঁচা বাজারের মোট ১৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলার বিভিন্ন হাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা‘র নেতৃত্বে অভিযান অংশ গ্রহন করেন বিএসটিআই এর পরিদর্শক আব্দুর রাকিব, থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল জলিলসহ সঙ্গীয় ফোর্স। এসময় ডিজিটাল মাপযন্ত্র ব্যবহার না করা, হোটেলে অপরিছন্ন পরিবেশ ও সর্বপরি বিএসটিআই এর নীতিমালা অনুস্বরণ না করায় নাজিমগঞ্জ বাজারের দে ব্রাদ্রার্স এ- জুয়েলার্সের মালিক সাধন মন্ডলকে ২ হাজার টাকা, চন্দ্র জুয়েলার্স এর মালিক কার্ত্তিক চন্দ্রকে ১ হাজার ৫‘শত টাকা, পাঁপড়ী জুয়েলার্সের মালিক চঞ্চল কুমার কে ২ হাজার টাকা, আহছানিয়া জুয়েলার্সের মালিক শফিকুল ইসলামকে ১ হাজার টাকা, মাতৃ জুয়েলার্সের মালিক বনোমালিদে কে ২ হাজার টাকা, দে এন্ড সন্স জুয়েলার্সের মালিক সঞ্জয়দে কে ১ হাজার টাকা, রুপা এ্যলোমেনিয়াম এর মালিক শফিকুল ইসলাম কে ৫ হাজার টাকা, রোজিনা ষ্টোররের মালিক সাহাজানকে ১ হাজার টাকা, মুদি ব্যবসায়ী আব্দুল্লাহকে ২ হাজার টাকা, উপজেলার ফুলতলা মোড় এলাকার সাতক্ষীরা ঘোষ ডেয়ারীর মালিক জগদীশ ঘোষকে ১৫ হাজার ৫‘শত টাকা ও নিশান ষ্টোরের মালিক নিজাম উদ্দীনকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
####
কালিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
কালিগঞ্জ প্রতিনিধি :
সারা দেশের ন্যায় কালিগঞ্জেও জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ পালিত হয়েছে। জল আছে যেখানে মাছ চাষ সেখানে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই সপ্তাহ ব্যাপী সৎস্য সপ্তাহর অনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসান। উপজেলা পরিষদ পুকুরে মৎস্য অবমুক্তির মধ্যে দিয়ে গতকাল বেলা ১১টায় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়। এর পরে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে র্যালী শেষে উপজেলা অফিসাস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুক্তাদির খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবল। অন্যন্যেদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য চাষী নুরুল ইসলাম, মৎস্যজীবি মুক্তিযোদ্ধা আবুল হোসেন। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা নির্মল কুমার ঘোষ।
###
কালিগঞ্জে হতদরিদ্রের ন্যায় বিচার প্রাপ্তিতে গনমাধ্যম কর্মীদের করণীয় শীর্ষক কর্মশালা
কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ বে-সরকারী উন্নয়ন সংস্থা সহায় এর আয়োজনে বুধবার বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় উপজেলা পর্যায়ে কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রকল্পের কার্যক্রমকে অধিক অগ্রসর করতে স্থানীয় সাংবাদিকদের সাথে আলোচনা সভা। সহায় এর কালিগঞ্জ কার্যালয়ে এরিয়া ম্যানেজার শেখ মাসুদ মোস্তফা সোহেলের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তরণের এসোসিয়েট কো-অডিনেটর কামাল হোসেন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন, জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার সভা সুকুমার দাশ বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সম্পাদক এস,এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সাংগঠনিক সম্পাদক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর আহম্মেদ উজ্জল, কোষাধ্যক্ষ শেখ আব্দুল করিম মামুন হাসান, সদস্য টিএম আব্দুল জব্বার সাংবাদিক শেখ আবু হাবিব প্রমুখ। এসময় সহায় এর এরিয়া ম্যানেজার শেখ মাসুদ মোস্তফা সোহেল তার বক্তব্যে বলেন, কমিউনিটি লিগ্যাল সাভিসের্স প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন। উক্ত আলোচনা সভায় হতদরিদ্র জনগোষ্ঠির ন্যায় বিচার প্রাপ্তির উন্নয়ন ঘটাতে এবং সরকারি বে-সরকারি আইনী সহায়তার মাধ্যমে সুবিধা প্রদানে সাংবাদিক ও গনমাধ্যমের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা করা হয়।