কালিগঞ্জ সংবাদ ॥ রতনপুর ইউপি চেয়ারম্যানের ছোটভাই তাজ উদ্দীন সড়ক দূর্ঘটনায় নিহত


420 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কালিগঞ্জ সংবাদ ॥ রতনপুর ইউপি চেয়ারম্যানের ছোটভাই তাজ উদ্দীন সড়ক দূর্ঘটনায় নিহত
এপ্রিল ৫, ২০১৬ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

সুকুমার দাশ বাচ্চু কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার ১১ নং রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমানের ছোট ভাই তাজ উদ্দীন আহম্মেদ (৪০) সড়ক দূর্ঘটনায় গত শনিবার খানপুরে নিহত হয়। গতকাল বিকালে পিডিকে ফুটবল মাঠে মরহুমের যনাযা নামাজে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। যানাযা শেষে তার পারিবারী কবর স্থানে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলামা মাইন উদ্দীন হাসান, থানার বিট অফিসার আছাদুজ্জামান, প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু সহ অন্যান্য নেতৃবৃন্দ উল্লেখ্য গত রবিবার দুপুরে খানপুর নামক মটরসাইকেলে ও মাইক্রো বাসের ধাক্কায় সড়ক দূর্ঘটনায় উপজেলা রতনপুর ইউনিয়নের কওছার আহম্মেদ এর পুর তাজ উদ্দীন আহম্মেদ, ঘটনাস্থালে নিহত হয়। অপর দুই জন মারাত্বক ভাবে আহত হয়। তাদেরকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক শিশু সন্তানের জনক তাজাউদ্দীনের মৃত্যুতে এক পরিবারে মধ্যে সুখের ছায়া নেমে আসে।
##

কালিগেঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সরদারের দাফন

কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সরদার (৭৫) গতাকাল বেলা ১২ টা ৫ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না………………..রাজিউন) তিনি দীর্ঘ দিন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ভূগছেন। তিনি ৪ পুত্র ১ কন্যা সহ গুনগ্রাহী রেখে যান। সোমবার আছর বাদ পানিয়া ফুটবল মাঠে রাষ্ট্রমর্যাদায় মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সরদারের দাফন অনুষ্ঠিত হয়।

যানাযা নামাজ পূর্বে কালিগঞ্জ থানা পুলিশের একটি চৌকষ দল মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার উপজেলা চেয়ারম্যান আলহজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দীন হাসান, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ শেখ মতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল বারী, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রউফ, মৌতলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সাইদ মেহেদী এসময় উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান খোরশেদ আলম, মীর আলী মোক্তজা, সাহাজান সিরাজ, প্রেস ক্লাব সভাপতি শেখ সাইফুলবারী সফু, সাবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন সহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও পানিয়া গ্রাম বাসি উপস্থিত ছিলেন। যানাযা নামাজ পড়ান হাফেজ মুক্তি আব্দুল সাত্তার। পরে মহরুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
##