কালিগঞ্জ সংবাদ ॥ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে ধর্মীয় শোভা যাত্রা


761 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কালিগঞ্জ সংবাদ ॥ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে ধর্মীয় শোভা যাত্রা
সেপ্টেম্বর ৫, ২০১৫ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ :
মহাবতার ভগবান শ্রীশ্রীকৃষ্ণের শভ জন্মাষ্টমী উৎসব ২০১৫ উপলক্ষে কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ঠান  ঐক্য পরিষদ এবং আমিয়ান রসিকানন্দ গৌড়ীয় মঠ, এর আয়োজনে পৃথক ভাবে ধর্মীয় শোভা যাত্রা, সমাবেশ, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১ টায় কালিগঞ্জ বাসস্টান্ড সংলগ্ন কালী মন্দির এলাকা থেকে জন্মাষ্টমী উৎসবের বর্ণঢ্য শোভা যাত্রা শুভ উদ্ভদোন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান  এ সময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ শুভাস বিশ্বাস সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। শোভা যাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরে কাঁকশিয়ালী ব্র্রিজ সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি মুরাল এর পাশে এক সমাবেশ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন এর সভাপতিত্বে  অনুষ্ঠানে সংসদ সদস্য এস এম জগলুল হায়দার টেলিকনফ্রান্সে এর মাধ্যমে প্রধান অতিথির  বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উদ্ভোধক বক্তব্য রাখেন  কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিমুল কুমার সাহা, বাংলাদেশ সাংবাদিক সমিতি, কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সম্পাদক অসিম চক্রবত্রী, কালিগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণপদ সরকার, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সধারন সম্পাদক গোবিন্দ মন্ডল, কালিগঞ্জ পূজা পরিষদের যুগ্ন সম্পাদক রাজীব চক্রবত্রী, সাংগঠনিক সম্পাদক সজল মুখার্জি, কালিগঞ্জ প্রেস ক্লাবের প্রক্তন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংস্কৃতিক সম্পাদক রনজিত সরকার, অনুষ্ঠানের শুরুতে পবিত্র গিতা পাঠ করেন পরিতোস অধিকারী, প্রথম পর্বের আলোচনা শেষে ধর্মীয় আলোচনা করেন গোপাল চন্দ্র ঘোষ, অনুষ্ঠানে উপজেলার ১২ টি ইউনিয়নের পূজা কমিটির সাধারন সম্পাদক সহ হাজার হাজার কৃষ্ণ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
##

কালিগঞ্জ আওয়ামী তরুণলীগের কমিটি
অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল

বাংলাদেশ আওয়ামী তরুণলীগ কালিগঞ্জ উপজেলা শাখার কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনরায় শেখ শাহাজালালকে সভাপতি ও গাজী আব্দুস সবুরকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি কেন্দ্রীয় সভাপতি এম, এইচ বাবুল ও সাধারণ সম্পাদক জি, এম শফিউল্লাহ দপ্তর সম্পাদক এ্যড. পারভেজ হাসান স্বাক্ষরিত অনুমোদন করায় গতকাল শনিবার বিকালে কালিগঞ্জ তরুণলীগের উদ্দ্যোগে এক আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

আনন্দ মিছিল শেষে ফুলতলা মোড়ে পথসভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ তরুনলীগের সভাপতি শেখ শাহাজালাল, তানভীর আহম্মেদ উজ্জলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা আ’লীগের সভাপতি জেলা আ’লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি নুরুজ্জামান জামু উপজেলা তরুণলীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুর, ধলবাড়ীয়া তরূণলীগের আহবায়ক তাইজুল ইসলাম, তারালী ইউনিয়নের শাহিনুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম কুমার লস্কর, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আবুহেনা মোস্তফা কামাল সহ উপজেলা ১২টি ইউনিয়নের আওয়ামী তরুণলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
##

কুশুলিয়া ইউনিয়নের প্রাক্তন ইউপি
সদস্য আলিম উদ্দীন সরদার আর নেই

কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ নাসির উদ্দীন সরদারের পিতা ঠেকরা রহিমপুর গ্রামের প্রবীন ইউপি সদস্য আলীম উদ্দিন সরদার (৯৫) আর নেই।

শনিবার দুপুরে নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে………. রাজিউন) মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে নাতি নাতনী সহ আত্মীয়স্বজন গোনাগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বাদ আছর তুলাকাঠী প্রাইমারী স্কুল মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাযা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান লতিফুর রহমান খান বাবলু, জাতীয় পার্টির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ মাহবুবুর রহমান, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, কুশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ রফিকুল বারী, ইউপি সদস্য কাজী আব্দুল্লাহ আল মামুন। বিশিষ্ট আইনজীবি এ্যাড. আবু বক্কর সিদ্দিক প্রমুখ। জানাযার নামাজ পড়ান মাওলানা আবু সাঈদ।
##

কালিগঞ্জের বৈরাগীর চক এলাকা পরিদর্শন করলেন
মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিনিধি দল

বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির একটি দল উপজেলার বৈরাগীর চক এলাকা পরিদর্শন করে। সম্প্রতি কালিগঞ্জ উপজেলার বৈরাগীর চক এ ঘটে যাওয়া সহিংস ঘটনার স্থান পরিদর্শন করেন প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার সোসাইটির বিভাগীয় চেয়ারম্যান ও দৈনিক ইনক্লাবের খুলনা ব্যুরো প্রধান আবুহেনা মুক্তি, জেলা সভাপতি তৌহিদ হাসান, উপজেলার সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, আই উপদেষ্টা এ্যাড. আব্দুস সাত্তার, প্রচার সম্পাদক গোপী রঞ্জন অধিকারী সহ সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সহ সাতক্ষীরা কালিগঞ্জ দেবহাটার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্টিং মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। উক্ত সহিংস ঘটনা সম্পর্কে অবহিত করেন বৈরাগীর চক প্রতিনিধি দল পরিদর্শন কালে সার্বিক সহযোগীতা ও কালিগঞ্জ থানা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।