কালিগঞ্জ সংবাদ ॥ সন্তান না হওয়ায় স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতন ও পাচারের অভিযোগ


419 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কালিগঞ্জ সংবাদ ॥ সন্তান না হওয়ায় স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতন ও পাচারের অভিযোগ
এপ্রিল ১, ২০১৬ কালিগঞ্জ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলার পল্লীতে স্ত্রীর সন্তান না হওয়ায় স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতন ও ভারতে পাচারের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নের মহেশ্বরপুর গ্রামের আলীম গাজীর কন্যা আফিয়া সুলতানা লিপি (২৫) এর সাথে একই উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের আব্দুল্লাহ গাজীর পুত্র আব্দুর রশিদ (৩০) এর সাথে ২০০৯ সালে ইসলামী শরীয়াত মোতাবেক বিবাহ হয়। বিয়ের পরে তাদের সংসারে কোন সন্তান জন্ম না হওয়ায় স্বামী স্ত্রীর মাধ্যমে মনমালিন্য চলে আসছে মাঝে মধ্যে স্বামী রশিদ গাজী আফিয়া লিপির উপর অমানসিক অত্যাচার ও মারপিঠ করে বলে তোর সন্তান হবে না তাই আমি আবার বিয়ে করব তুই অনুমতি দে। আফিয়ার স্বামীর কথায় রাজি না হওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বিরাজ করতে থাকে গত সাত মাস পূর্বে রশিদ তার শশুর আফিয়া লিপির পিতা আলীম গাজীকে ডেকে লিপিকে পিত্রালয়ে পাঠিয়ে দিয়ে রশিদ গাজী গোপন ভাবে দ্বিতীয় বিয়ে করার জন্য পায়তারা চালায়। এ খবর জানতে পেরে আফিয়া লিপি স্বামী রশিদকে মোবাইলে জানতে চাইলে তার সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এক পর্যায়ে গত ২৮ মার্চ রশিদ তার শশুর বাড়ীতে যেয়ে তার স্ত্রী লিপিকে বিভিন্ন ভাবে বুঝিয়ে বাড়ীতে নিয়ে আসে। এক পর্যায়ে গত ২৯ মার্চ বেলা ১১ টায় আফিয়া ভারতের একটি মোবাইল নম্বরে তার পিতা আলীম গাজীর কাছে কান্নাকাটি করে তোমার জামাই আমাকে ভারতে পাচার করে বিক্রি করে রেখে পালিয়ে গেছে। আফিয়ার পিতা এ সংবাদ পেয়ে রশিদের বাড়ীতে গিয়ে খোজ খবর নেয় এবং তার কন্যা ও জামাইয়ের কোন খোজ না পাওয়ায় এলাকা বাসীর কাছে জানতে পারে রশিদ তার স্ত্রীকে নিয়ে ভারতে গেছে। এ বিষয়ে আফিয়া লিপির পিতা আলীম গাজী স্থানীয় সাংবাদিক টি, এম আব্দুল জব্বারকে নিয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মতিউর রহমান এর কাছে তার কন্যাকে ভারতে পাচারের বিষয়টি মৌখিকভাবে উল্লেখ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আলীম গাজী তার কন্যাকে উদ্ধার ও ধুরন্ধর বা সুচতুর জামাই রশিদ গাজীকে গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে।
##

মথুরেশপুর ইউনিয়ন জাতীয়তাবাদী
শ্রমিকদলের পিতার মৃত্যুতে শোক

কালিগঞ্জ প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি, কালিগঞ্জের কৃর্তি সন্তান আলহাজ্ব আব্দুস সামাদের পিতা আলহাজ্ব ইসমাইল হোসেনের মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিকদল মথুরেশপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। বিবৃতি দাতাগন হলেন মথুরেশপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ আমিনুর রহমান, সাধারন সম্পাদক শাহিনুর রহমান, সাংগনিক সম্পাদক রবিউল ইসলাম, সহ-সভাপতি ড্রাইভার সাজু, যুগ্ন সম্পাদক শাহিনুর রহমান, সদস্য শহিদ হোসেন, জয়নাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, মুকুল প্রমুখ। উল্লেখ্য আলহাজ্ব্ ইসমাইল হোসেন ১০২ বছর বয়সে গত মঙ্গলবার দীনগত রাত ১ টার দিকে নিজেস্ব বাস ভবনে কালিগঞ্জে রতনপুর ইন্তেকাল করেন ।