
সুকুমার দাশ বাচ্চু কালিগঞ্জ ::
কালিগঞ্জে বাল্য বিবাহ, নারী নির্যাতন, শিশু নির্যাতন ও নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে ২০জুলাই সকাল ১০টায় ইনফ্লুয়েনশীয়াল গ্রুপ কমিটি গঠনে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএসএআইডি এর অর্থায়েনে ওয়াল্ড ভিশন সহযোগীতায় ও বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে নবযাত্রা প্রকল্প ডেভেলেপমেণ্ট ফুড এইড প্রজেক্ট বিভিন্ন কার্যক্রম বিষয়ে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস কো-অডিনেটর আশীষ কুমার হালদার।
প্রকল্পের সুশীলনের উপজেলা কো-অডিনেটর মোঃ হাবিববুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ওয়াল্ড ভিশন প্রকল্পের জেন্ডার অফিসার লাইলী আরজুমান খানম, টেকনিক্যাল অফিসার নাহিদ সুলতানা, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ওয়াজেদ আলী প্রমুখ।
কালিগঞ্জ উপজেলায় ওয়াল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের মাধ্যমে এলাকায় হতদরিদ্র মানুষের কল্যানে বিভিন্ন কাজ করে যাচ্ছে। পাশাপাশি কালিগঞ্জ উপজেলায় বাল্য বিবাহ, নারীর প্রতি সহিংসতা নির্যাতন বন্ধ সহ শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ
ওয়াহেদুজ্জমানকে সভাপতি ও সাবেক ইউপি সদস্য জোবেদা খানমকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ঠ উপজেলা ইনফ্লুয়েনশীয়াল গ্রুপের কমিটি গঠন করা হয়েছে।
##
কালিগঞ্জে ৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীম্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার প্রস্তুতি সভা
কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ২০ জুলাই সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলায় ৪৬তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীস্মকালিন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের লক্ষ্যে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমানারে সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ পাইল হাইস্কুলের ক্রীড়া শিক্ষক সৈয়দ মোমেনুর রহমান, বিষ্ণপুর
হাইস্কুলের প্রধান শিক্ষক অজয় কুমার মন্ডল, চৌমহনি হাইস্কুলের প্রধান শিক্ষক মমতাজ হোসেন, কুশুলিয়া স্কুলের সহকারী প্রধান শিক্ষক মনোরঞ্জন কুমার, হাজী তফিলউদ্দিন মহিলা মাদ্রাসার সুপার মাওঃ রমিজউদ্দিন, মৌতলা মাদ্রাসার সুপার মহসীন আলী, রতনপুর স্কুলের ক্রীড়া শিক্ষক অচিন্ত
কুমার ঘোষ, শ্রীকলা স্কুলের শিক্ষক শিশির দত্ত, ভদ্রখালি হাইস্কুলের ক্রীড়া শিক্ষক শ্যামল কর্মকার, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা রওশানারা খানম প্রমুখ। কালিগঞ্জ উপজেলায় সভায় ৪৬তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীস্মকালিন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ২২ জুলাই থেকে উপজেলার বিটিজিআর হাইস্কুল মাঠ, ধুলিয়াপুর স্কুল মাঠ, কুশুলিয়া স্কুল মাঠ ও মৌতলা স্কুল মাঠে ৪ টি উপজোনে ৫৬টি হাস্কুল ও মাদ্রাসার ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল খেলা কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে। খেলা সুষ্ঠভাবে পরিচালনার জন্য কমিটির গঠন করা হয়।
##