
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
বলিউডে নায়ক ও নায়িকাদের পারিশ্রমিকের আকাশ-পাতাল তফাতের বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন দিপিকা পাড়ুকোন, কাঙ্গানা রানাওয়াতের মতো নায়িকারা। কিন্তু ক্যাটরিনা কাইফের মত এ বিষয়ে কিছুটা ভিন্ন। তিনি মনে করেন, কিছু নায়ককে বেশি পারিশ্রমিক দেয়া যেতে পারে।
“একজন অভিনয়শিল্পী, তিনি পুরুষ হন বা নারী, তাকে চলচ্চিত্রের বাজেট, গঠন এবং কাঠামো অনুযায়ী পারিশ্রমিক দেয়া উচিৎ। আপনি যদি একজন অভিনেতাকে অনেক টাকা দেন আর তিনি যদি ৯০ শতাংশ নিশ্চয়তা দেন যে, ধরা যাক ১৫০ কোটি টাকা উঠিয়ে দেবেন, তাহলে একজন প্রযোজক কেন তাকে এত টাকা দিচ্ছেন তা বোধগম্য হয়।”
৩২ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, নায়িকারা এখনও সে অবস্থানে যেতে পারেননি।
“এখনও সে সংখ্যক চলচ্চিত্র তৈরি হয়নি যা একজন প্রযোজককে নিশ্চিত করবে যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নায়িকাকে দিলে তা উঠে আসবে।”
শাহরুখ, সালমান, আমির, আক্শায়ের মতো প্রথম সারির তারকাদের সঙ্গে পর্দা মাতানো এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘ফ্যান্টম’কে বলা হচ্ছে চলতি বছরের ‘সারপ্রাইজ হিট’। ২৮ অগাস্ট মুক্তি পেয়েছে সিনেমাটি।—সুত্র:-বিডি নিউজ।