
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
কিশোরী ধর্ষণের অভিযোগে কাঠগড়ায় দাঁড়িয়েছেন নেলসন ম্যান্ডেলার এক নাতি। গ্রেফতার এমবুসো ম্যান্ডেলাকে সোমবার আদালতে নেওয়া হয়েছে। ২৪ বছর বয়সী এমবুসোকে আগামী শুক্রবার আবার আদালতে নেওয়া হবে। জামিন শুনানির আগে পুলিশ কাস্টডিতেই থাকতে হবে বর্ণবাদ বিরোধী নেতার এ নাতিটিকে।
পুলিশের সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়, ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন এমবুসো। এতে ম্যান্ডেলা পরিবারের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সম্মানহানি হয়েছে।
জোহানেসবার্গের একটি রেস্টুরেন্টে এক সপ্তাহ আগে ওই কিশোরীকে এমবুসো ধর্ষণ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
পুলিশের এক মুখপাত্র মাশাডি সেলেপি এএফপিকে বলেছেন, আগামী শুক্রবার জোহানেসবার্গ ম্যাজিস্ট্রেট কোর্টে এমবুসোর জামিনের শুনানি হবে।
চলতি বছরে ম্যান্ডেলার সবচেয়ে বড় নাতি মান্ডলা ৪০ বছর বয়স্ক এক নারীর শ্লীলতাহানি করেন বলে খবর বেরিয়েছিল। মোটরসাইকেল চালক ওই নারীকে হেনস্থা করার জন্য মান্ডলার বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছিল।–সুত্র : বাংলাদেশ প্রতিদিন্