
স্টাফ রিপোর্টার :
পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন শনিবার রাতে বাঁকাল এলাকায় জনসভা করেন।
জনসভায় ৬ নং ওয়ার্ড কাইন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আবু সাক্কারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী মোঃ সাহাদাৎ হোসেন।
জনসভায় বক্তব্য রাখেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ন চন্দ্র মন্ডল, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনারুল ইসলাম রনি, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মোমীন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা সাবিহা হোসেন, ৬ নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি শেখ আইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হযরত আলী বাবু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টা, ওয়ার্ড যুবলীগের উপদেষ্টা আজিজুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাব্বির আহমোদ, পৌর আওয়ামী লীগের প্রাক্তন সহ-সভাপতি আব্দুল মাজেদ, আবুল কালাম, আদম, আবুল হোসেন প্রমুখ।
জনাকীর্ণ জনসভায় মেয়র প্রার্থী সাহাদাৎ হোসেন বলেন, ‘আসন্ন পৌর নির্বাচনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আপনারা কোন মামলার আসামী, সন্ত্রাসী ও অসৎ ব্যাক্তিকে নির্বাচিত করবেন না। সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানে আপনাদের সাথে নিয়েই কাজ করবো। টাকার বিনিময়ে কোন অসৎ ব্যক্তিকে ভোট দিয়ে আপনার বিবেক বিক্রি করবেন না। আমি মেয়র হিসেবে নির্বাচিত হলে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। সভায় পাচ শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।