
অনলাইন ডেস্ক ::
কুমিল্লায় একটি ছাত্রাবাস থেকে সাগর দত্ত নামে এক কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একই কক্ষ থেকে সজীব নামে আরেক ছাত্রকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে মহানগরীর মধ্যম রেসকোর্স এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি আবু সালাম মিয়া।
তিনি বলেন, ‘বিএইচ ভূইয়া হাউজ’ নামের একটি বাসায় কুমিল্লা সরকারি কলেজের ছাত্ররা মেস করে থাকে। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। সেখানে সাগরের রক্তাক্ত লাশ এবং একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
তিনি বলেন, সেখানে ঠিক কী ঘটেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা এখন পাওয়া যায়নি। আমরা তদন্ত শুরু করেছি। পরে বিস্তারিত বলতে পারব।
নিহত সাগর দত্ত চান্দিনার শংকর দত্তের ছেলে। আর সাগরের আহত বন্ধুর নাম সজীব। তারা কুমিল্লা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।