কুল্যায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি গঠন


99 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কুল্যায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি গঠন
মে ২২, ২০২৩ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

সভাপতি রেজাউল্লাহ, সম্পাদক সুশান্ত

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় গুনাকারকাটি মাদ্রাসার হলরুমে বেস্কিমকো ফার্মাসিটিক্যালের সহযোগিতায় সাইন্টিফিক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। সাইন্টিফিক সেমিনারে বেস্কিমকো ফার্মাসিটিক্যাল এর আর এস ই ফারুক হোসাইন, এ এস ই কুমার দেবনাথ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ চিকিৎসক গোবিন্দ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি রফিক আহমেদ, জেলা বিডিএম এর সভাপতি ডাঃ সাহিনুর আলম সাহিন, আশাশুনি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস,কে হাসান,সদস্য গোলাম মোস্তফা প্রমূখ । অনুষ্ঠানে কুল্যা ইউনিয়নের সকল গ্রাম ডাক্তারবৃন্দ অংশগ্রহণ করেন। সর্বসম্মতিক্রমে সোনারবাংলা ক্লিনিকের স্বত্বাধিকারী গ্রাম ডাঃ মোঃ রেজাউল্লাহ সভাপতি ও সুশান্ত সরকারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কুল্যা ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য হলেন সহ-সভাপতি গ্রাম ডাঃ চন্ডী পদ দেবনাথ, বদরুল আলম, আবুল খায়ের, যুগ্মসাধারণ সম্পাদক এস কে রাজা, আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুর রহমান, কোষাধ্যক্ষ হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আশরাফুল আলম তুহিন, দপ্তর সম্পাদক বিক্রম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাবুল হোসেন,ক্রীড়া সম্পাদক তাহাজ্জত হোসেন তাজ এবং গোবিন্দ চৌধুরীকে নির্বাহী সদস্য করে তিন বছর মেয়াদী ২১ সদস্যবিশিষ্ট কুল্যা ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি।