
কালিগঞ্জ উপজেলা কুশুলিয়া ইউনিয়নে সিভিএ ওয়ার্কিং গ্রুপের অর্ধ-বার্ষিকী পরিকল্পনা ফলোআপ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিভিএ ওয়ার্কিং গ্রুপের সদস্যগন উপস্থিত ছিলেন। জনাব শেখ ওহিদুর রহমান ওয়ার্কিং গ্রুপের লিড ফ্যাসিলিটেটর সভার সভাপত্বি করেন এবং তিনি বলেন “কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপের , ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ম্যানেজমেন্ট কমিটির দ্বি-মাসিক, ইউনিয়ন ওয়াটসান কমিটির মাসিক এবং পানি ব্যবস্থাপনা কমিটি এবং ইউনিয়ন কৃষি কমিটির সভাকে বিবেচনা করে এ পরিকল্পনা তৈরি করেছি ইতিপূর্বে, পরিকল্পনা অনুযায়ী কাজের অগ্রগতি ও পরিচালনার ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ চিহ্নিত করে আজ পরিকল্পনাটি রিভিউ করা হয়েছে,জনগনের সঠিক সেবার মান উন্নয়নের জন্য’’। নবযাত্রা প্রতিনিধি উৎপলা মন্ডল বলেন- কমিউনিটির বিভিন্ন পর্যায়ে সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের সঠিক সেবা প্রদান করে এবং পিছিয়ে পরা জনগোষ্ঠী সঠিক সেবা পায় তাহার নিশ্চয়তাই আমাদের মূল উদ্যেশ্য।‘নবযাত্রা’ আমেরিকান সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ব্যুরো অব হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের অর্থায়নে সাত বছর মেয়াদী একটি প্রকল্প; যার প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নারী ও পুরুষের সমতা নিশ্চিত করার মাধ্যমে খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও দুর্যোগ সহনশীলতার উন্নতি সাধন। এই লক্ষ্য অর্জনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সেই সঙ্গে উইনরক ইন্টারন্যাশনাল মা ও শিশুর স্বাস্থ্য এবং পুষ্টি, নিরাপদ পানি পয়ঃনিস্কাশন ও স্বাস্থ্যবিধি চর্চা, কৃষি ও বিকল্প জীবিকায়ন, দুর্যোগ ঝুঁকি প্রশমন, সুশাসন ও সামাজিক দায়বদ্ধতা এবং নারী-পুরুষ সমতা বিষয়ক কার্যক্রম সমন্বিতভাবে বাস্তবায়ন করছে। এখানে উল্লেখ্য যে, নবযাত্রা প্রকল্পটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যৌথ অংশীদারিত্বে ৮৫৬,১১৬ জন প্রত্যক্ষ উপকারভোগীকে উদ্দেশ্য করে খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলা ও সাতক্ষীরা জেলার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।