
অনলাইন ডেস্ক ::
কুষ্টিয়া সদর উপজেলায় দু’দল ডাকাতের ‘বন্দুকযুদ্ধে’ খোকন আলী ওরফে হাতকাটা ঠাণ্ডু (৪৫) নামের একজন নিহত হয়েছে। শনিবার রাত ৩টার দিকে সদরের মোল্লা তেঘরিয়া ক্যানালপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত খোকন আলী সদর উপজেলার আলামপুর গ্রামের পুকুরপাড়া এলাকার বাসিন্দা।
কুষ্টিয়া মডেল থানার ওসি নাছির উদ্দিন জানান, গভীর রাতে দু’দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, নিহত ব্যক্তির নাম খোকন আলী ওরফে হাত কাটা ঠাণ্ডু।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।