কৃষিশ্রমে নারীদের ন্যায্য মজুরী প্রদানের দাবিতে সাতক্ষীরায় র‌্যালী ও কৃষক সমাবেশ


359 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কৃষিশ্রমে নারীদের ন্যায্য মজুরী প্রদানের দাবিতে সাতক্ষীরায় র‌্যালী ও কৃষক সমাবেশ
মার্চ ৬, ২০১৬ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার ঃ
কৃষিকাজে নারীদের অবদান ও কৃষিশ্রমে নারীদের ন্যায্য মজুরী প্রদানের লক্ষ্যে সাতক্ষীরায় প্রান্তিক কৃষক ও জমির মালিকদের নিয়ে এক র‌্যালী ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলার গাভা কলেজ মাঠে এ কৃষক সমাবেশটি অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশের পাথওয়েজ প্রকল্পের আয়োজনে ও ফিংড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদেব চন্দ্র ঘোষের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো ঃ মহিউদ্দীন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুল সাদী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মূখার্জী, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. শশাংক কুমার মন্ডল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন, ফিংড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, কেয়ার বাংলাদেশের পাথওয়েজ প্রকল্পের টিম লিডার কাকলী তানভীন, জেন্ডার এন্ড কমিউনিটি মবিলাইজেশন টেকনিক্যাল ম্যানেজার নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
সমাবেশ এ সময় নারীদের কৃষক হিসেবে স্বীকৃতি ও তাদের মজুরী বর্তমান থেকে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি এবং যে সকল কাজে নারীরা দক্ষ সে সকল কাজে তাদের ন্যায্য মজুরী প্রদান করার ঘোষনা দেয়া হয়। উক্ত সমাবেশে ফিংড়ি ইউনিয়নের প্রায় তিন হাজার কৃষি শ্রমিকসহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।###