কেশবপুরে গৌরিঘোনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি গঠন


539 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কেশবপুরে গৌরিঘোনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি গঠন
মার্চ ২৫, ২০১৮ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আব্দুল্লাহ আল ফুয়াদ,কেশবপুর ::
কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই আহবায়ক কমিটির ঘোষণা দেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর সভার প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদ ও যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু। এ উপলক্ষে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর সভার প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু, যুবলীগ নেতা আসাদ মোল্লা,আল আলাল দিলু,অলোক চক্রবর্তী ও পৌর যুবলীগ নেতা লিটন গাজী । সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে গৌরিঘোনা ইউনিয়নের নবগঠিত কমিটিতে আসাদ মোল্লাকে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে অলোক চক্রবর্তী,ইসমাইল হোসেন ফকির,আসাদুজ্জামান আসাদ,সেলিম খান,মিঠু সরদার,কুদ্দুস সরদারের নাম ঘোষণা করে আগামী তিন মাসের জন্য ৩৪ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, এস এম মাহাবুর রহমান,এস এম মাসুদুর রহমান মাসুদ,তবিবুর রহমান সোহাগ,রাম মোহন রায়,মোশারাফ জোয়ার্দার,গৌতম চট্টোপধ্যায়,বি এম মাসুদ রানা,আমিনুর রহমান,এস কে শহিদুল,বিপুল চেধুরী,গাজী নাজিমুদ্দিন,এস এম হাফিজুর রহমান,সোহেল রানা,রেজা শেখ,অলিদ মোড়ল,পঙ্কজ চক্রবর্তী,আমিরুল সরদার,নাজমুল ফকির,মফিজুর শেখ,জি এম নাজমুল হাসান,এস এম আনোয়ারুল ইসলাম,অলোক দে,জলিল শেখ,ইসরাফিল সরদার,এলিন সরদার,সমীর হোড়,তাজউদ্দিন শেখ,প্রহ্লাদ কুন্ডু,জাহাঙ্গীর ফকির,আন্টু মোড়ল,জাহিদুল শেখ,বারিক শেখ,জাহিদুল শেখ,জাফরুল গাজী।
##