
আব্দুল্লাহ আল ফুয়াদ,কেশবপুর ::
কেশবপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শনিবার দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ , বর্ণাঢ্য র্যালী ,চিত্রাঙ্কন প্রতিযোগিতা , শিশু সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মঞ্জুরুল হাফিজ রাজু, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ, এ্যাভোকেট রফিকুল ইসলম পিটু, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম প্রমুখ। অপরদিকে দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের উদ্যোগে পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান দলীয় কার্যালয়ে কেক কাটা,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টুর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম পিটু,প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মঞ্জুরুল হাফিজ রাজু,পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, শেখ এবাদত সিদ্দিকী বিপুল,কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তো,ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ,এস এম হাবিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক মফিজুর রহমান মফিজ, যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদ,যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহবায়ক সবুজ হোসেন নীরব প্রমুখ। এছাড়াও বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান তাদের স্ব স্ব স্থানে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন।
##