
সোহেল পারভেজ, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে দৈনিক ভোরের ডাক পত্রিকার গৌরবময় পথ চলার ২৭ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর প্রেসক্লাব হল রুমে রবিবার সকালে আলোচনা সভায় কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, দৈনিক ভোরের ডাক পত্রিকার স্থানীয় প্রতিনিধি শাহীনুর রহমান, ১নং ওয়ার্ড কাউন্সিলার আতিয়ার রহমান, খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ওয়ার্ডের পরিচালক সৈয়দ আকমল হোসেন, প্রভাষক মশিউর রহমান, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অসীত বসু রেন্টু, মফিজুর রহমান নান্নু, আবুল বাসার প্রমুখ। এছাড়া বিভিন্ন পত্রিকায় কর্মরত কেশবপুরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পৌর মেয়র রফিকুল ইসলাম কেক কেটে এর উদ্বোধন করেন।