কেশবপুরে সন্ত্রাসী গ্রেফতার


479 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কেশবপুরে সন্ত্রাসী গ্রেফতার
জুলাই ২০, ২০১৫ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরের সন্ত্রাসী হাতুড়ি বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আজিজুর (৩৪) ওরফে আজিজকে রোববার বিকাল সাড়ে তিনটার দিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে কেশবপুর থানায় ছিনতাই, চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে।
কেশবপুর থানার পুলিশ জানায়, ২০১১ সালে হাতুড়িবাহিনীর হাতে চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, ছাত্র, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ হামলার শিকার হয়েছেন।
ক্ষতিগ্রস্তরা জানান, সরকারি দলের ছত্রছায়ায় থাকায় হাতুড়িবাহিনীর অন্যতম সদস্য আজিজুর ধরাছোঁয়ার বাইরে থাকতো। গত সপ্তাহে এ বাহিনীর বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির মামলা হয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একদল পুলিশ পৌরসভার সাবেক কমিশনার ও আওয়ামী লীগনেতা তার শ্বশুর মনজুরের বাড়ি থেকে আজিজুরকে গ্রেফতার করে।