কেশবপুরে ৩২ লাখ টাকার ভারতীয় শাড়ী ও থ্রিপিচ জব্দ


488 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কেশবপুরে ৩২ লাখ টাকার ভারতীয় শাড়ী ও থ্রিপিচ জব্দ
মার্চ ১৯, ২০১৮ আশাশুনি ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আব্দুল্লাহ আল ফুয়াদ,কেশবপুর ::
কেশবপুরে ৩২ লক্ষ টাকার তিন হাজার পিচ অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রিপিচ জব্দ করেছে র‌্যাব সদস্যরা । সোমবার গৌরিঘোনা ইউনিয়নের ভরত ভায়না এলাকা থেকে ওই মালামাল জব্দ করা হয়। এঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
র‌্যাব সদস্যরা জানায়, সাতক্ষীরার কলারোয়া উপজেলা থেকে দুইটা মিনি পিকআপ (যার নং-ঢাকা মেট্টো ন- ১৩৫০০০,খুলনা মেট্টো ন-১১১১৫১) যোগে বিপুল পরিমান ভারতীয় অবৈধ মালামাল নিয়ে খুলনার উদ্যেশে যাচ্ছিল । গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -৬ খুলনার স্পেশাল কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেনের নেতৃত্বে কেশবপুরের ভরত ভায়না এলাকা থেকে ওই পিকআপ আটক করেন। এসময় পিকআপ তল্লাসি করে ৩২ লাখ টাকার তিন হাজার পিচ ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রিপিচ উদ্ধার করা হয়েছে। এসময় ওই দুই পিকআপের ড্রাইভার নজরুল ইসলাম ও সুমন কে আটক করা হয়। আটক ড্রাইভার নজরুল ইসলাম জানান, খুলনার জিরো পয়েন্ট এলাকার গোপাল চন্দ্র ও মাহমুদুল্লাহ নামে দুই ব্যবসায়ি গাড়ীসহ তাদেরকে ভাড়া করে ওই মালামাল আনতে পাঠিয়েছিল। এর বেশি তারা কিছুই জানেন না বলে জানান।
ভেরচি ক্যাম্পের ইনচার্জ মনজুর রহমান বলেন, খবর পেয়ে ওই মালামাল ও ড্রাইভারসহ দ্ইুটা ট্রাক থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
কেশবপুর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কবীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চোরাই মালামাল জব্দ ও চিজার লিষ্ট করে কেশবপুর থানায় হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা প্রশাসন চোরাকারবারীসহ অবৈধ সকল বিষয় প্রতিরোধ করতে সবসময় সজাগ রয়েছে।
##