
অনলাইন ডেস্ক ::
চীনের সানায়াতে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় শুরু হয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ৬৮তম আসরের চূড়ান্ত পর্ব। আর এই পর্বে একে একে সব বাধা পেরিয়ে নতুন বিশ্ব সুন্দরী হিসেবে আবির্ভূত হন মিস মেক্সিকো ভেনেসা। নতুন বিশ্ব সুন্দরীর নাম ঘোষণার পর তার মাথায় মুকুট পরিয়ে দেন গতবার এই মুকুট জয় করা ভারতের সুন্দরী মানুষী চিল্লার।

বিশ্বের ১১৮টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড-২০১৮’র মুকুট জিতে নেন ২৬ বছর বয়সী ভেনেসা। তার বিজয়ের মাধ্যমেই মেক্সিকোর কোন সুন্দরী এ প্রতিযোগিতার সেরার মুকুট জয়ী হলেন। যদিও এর আগে এর আগে ২০১৫ সালের ৫ মে ভেনেসা মিস মেক্সিকান খেতাব জেতেন। যেখানে তার প্রতিদ্বন্দ্বি ছিল ৩২ জন।
১৯৯২ সালের ৭ মার্চ জন্ম মেক্সিকোর গুনজুয়াটোতে জন্মগ্রহণ করেন ভেনেসা। ৫ ফুট ৭ ইঞ্চি দীর্ঘের এই সুন্দরী ছোটবেলা থেকেই শোবিজের সঙ্গে জড়িত। নিজের দেশে নানা রকম সুন্দরী ও মডেল প্রতিযোগতায় নির্বাচিত হয়েছেন তিনি।

সেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পছন্দ করেন। পাশাপাশি মডেলিং ও উপস্থাপনাও করেন তিনি। স্কুবা ডাইভিংও ভীষণ পছন্দ স্প্যানিশের পাশাপাশি ইংরেজি জানা এ সুন্দরীর। এছাড়া ভলিবল খেলতে ও ছবি আঁকতে ভালোবাসেন।
এক নজরে বিশ্ব সুন্দরী ভেনেসা:
১. ৭ মার্চ, ১৯৯২ সালে তিনি জন্মগ্রহণ করেন। একজন ফুল টাইম মেক্সিকান মডেল তিসি।
২. তিনি মেক্সিকোর গুনজুয়াটোতে জন্মগ্রহন করেন। তিনি প্রথম কোন মেক্সিকান যিনি বিশ্ব সুন্দরীর মুকুট পড়লেন।
৩. ২০১৫ সালের ৫ মে তিনি মিস মেক্সিকান খেতাব জেতেন। যেখানে তার প্রতিদ্বন্দ্বি ছিল ৩২ জন।
৪. তিনি সমাজসেবা মূলক কাজের সঙ্গেও জড়িত। তিনি নিনেমি নামক একটি স্কুলের সাথেও জড়িত, যা আদিবাসী গোত্রের শিশুদেরকে আন্তঃশিক্ষা শিক্ষা দেয়।
৫. বিউটি উইথ ব্রেইন, ভেনেসা গুয়ানজাজুটো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগে অধ্যায়ন করছেন।
৬. ১৭৬ সেন্টিমিটার উচ্চতার এই বিশ্বসুন্দরী মেয়েদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্রে পরিচালনা পর্ষদের সদস্য।
৭. তিনি `মাইগ্রান্টেস এন এল ক্যামিনো` নামের একটি সংস্থার স্বেচ্ছাসেবক দলের সদস্য।
৮. ভালো গাড়িও চালাতে পারেন ভেনেসা।
৯. ভলিবল খেলা ও ছবি আকার শখ রয়েছে তাঁর।
১০. মানবাধিকার কর্মের উপর তার একটি ডিপ্লোমাও আছে।