কোম্পানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১


323 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কোম্পানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
মার্চ ১৬, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়া এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান।

নিহত ইব্রাহিম মাঝি (৪৫) চরএলাহী ইউনিয়নের চর আমজাদ গ্রামের সিরাজুল হকের ছেলে।

পুলিশ বলছে, নিহত ইব্রাহিম একজন জলদস্যু। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

ওসি আসাদুজ্জামান জানান, রাত ৩টার দিকে চরবালুয়া এলাকায় র‌্যাবের একটি দলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু ইব্রাহিম নিহত হয়। খবর পেয়ে সকালে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি জানান, ইব্রাহিমের বিরুদ্ধে চট্টগ্রাম, স্বন্দীপ, মহেশখালী, ফেনী ও কোম্পানীগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।