
শেখ ফরিদ আহমেদ ময়না ::
মাদককে না বলুন, খেলা-ধুলাকে হ্যাঁ বলুন এ শ্লোগানকে লালন করে সাতক্ষীরার গর্ব ২ বোন ক্রীড়া জগতের অনন্য প্রতিভা স্বর্ণ জয়ী বকসিংয়ে বড় বোন আফরা খন্দকার প্রাপ্তি ও ফুটবলে ছোট বোন আফঈদা খন্দকার প্রান্তি। তারা সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার খন্দকার আরিফ হাসান প্রিন্স ও মমতাজ খাতুন হিরার কন্যা।
সম্প্রতি বকসিংয়ে খুলনা বিভাগীয় পর্যায়ে ৪৬ কেজি ওজনের জাতীয় পর্যায়ের ফাইনাল খেলায় স্বর্ণ ছিনিয়ে এনেছেন সাতক্ষীরার মেয়ে প্রাপ্তি। গত ১৬ মার্চ প্রথম বারের মত বাংলাদেশ যুব গেমস ফাইনাল খেলায় বরিশাল বিভাগের ফারজানাকে হারিয়ে প্রথম হয়েছেন এবং স্বর্ণ ছিনিয়ে এনেছেন। প্রাপ্তি বলেন, আমার পিতার স্বপ্ন ছিলো খেলোয়ার হিসেবে জাতীয় পর্যায়ে খেলার। কিন্তু নানা প্রতিকূলতার মধ্যে তার সে স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু আজও খেলাকে ধরে রেখেছেন। ভালো খেলোয়াড় হয়েই জাতীয় টিমে খেলার সৌভাগ্য হয়নি পিতার। তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছি আমার পিতার স্বপ্ন পূরণ করবো এবং আমি আজ আমার পিতার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছি। খেলা ধূলা মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বয়ে আনবো। আমার মত যারা সুবিধা বঞ্চিত এবং তৃণমুল পর্যায় থেকে প্রতিষ্ঠা পাওয়ার জন্য লড়াই সংগ্রাম করে চলেছো তাদের কে বলবো কোন প্রতিকূলতার মূখে থেমে যেও না বরং ধর্য্য করে এগিয়ে যায়। সাফল্য একদিন না একদিন আসবেই। সমাজের স্বচ্ছল এবং ক্রীড়া অনুরাগী মহোদয়দের সবিনয় অনুরোধ করবো আপনারা প্রতিভাবনদের সহযোগিতা করার জন্য অনুগ্রহ পূর্বক এগিয়ে আসুন। দেখবেন আপনাদের সম্মিলিত সাহায্য সহযোগিতায় বিশ্বের শ্রেষ্ঠ সম্মান এবং গৌরব অর্জনে সক্ষম হবে। একটি জাতীয় ও রাষ্ট্র সকলের সহযোগিতা এবং প্রতিভানদের প্রচেষ্টায় সাফল্যের শীর্ষে পৌছে যাবে। সাতক্ষীরা দেশের একটি প্রান্তিক সীমান্ত জেলা। ভৌগলিক অবস্থানের দিক থেকে জেলাটি খেলাধূল বিশেষ তাৎপর্য পূর্ণ ভূমিকা রেখেছে। অতীতে এই জেলা থেকে জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে সোনার ছেলে মেয়েরা বিভিন্ন বিভাগে শীর্ষ সাফল্য বয়ে এনেছে। আমি ও আমার পরিবার বর্তমানে সেই লক্ষ্যকে সামনে রেখে বহু প্রতিকূলতার শর্তেও সকল পরিস্থির সাথে লড়াই করে এগিয়ে চলেছি। দেশবাসী সকলের কাছে আজকের এই সাফল্যের জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে আরো শ্রেষ্ঠ সাফল্য অর্জনের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
অন্য বোন প্রান্তি গত ১৪ মার্চ ঢাকায় ফুটবলের ফাইনাল খেলায় বরিশাল বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
##