
ক্ষুধার জ্বালা কার না আছে, সৃষ্টির সেরা জীব মানুষ যেখানে প্রতিনিয়ত ছুটে চলেছে দু’মুঠো অন্নের খোঁজে। শুধু মানুষ নয়; এ ক্ষুধার জ্বালায় জ্বলছে হনুমানও, হয় তো বা তাই কেশবপুরের কালোমুখো হনুমানের এ ছুটে চলা। খুলনার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সু-উচ্চ প্রাচীরের উপর কদম গাছের ডাল আকড়ে ধরে ফ্যালো ফ্যালো দৃষ্টিতে চেয়ে আছে ক্ষুদার্থ হনুমানটি। ছবিটি বুধবার সকালে ক্যামেরা বন্দি করেছেন আমাদের কপিলমুনি প্রতিনিধি পলাশ কর্মকার।