
শেখ মনিরুজ্জামান মনু ::
কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস গত ১৪ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ৮ টায় কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের কাশির হাটখোলা এলাকার নদীভাঙন এলাকায় বেড়িবাঁধের নির্মান কাজ পরিদর্শন করেন। এ সময় বেড়িবাঁধের অগ্রগতি নিয়ে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহা. হুমায়ূন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সরদার মাহবুবুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার হাবিবুল্লাহ, উত্তর বেদকাশি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ লুৎফর রহমান,প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক গনেশ চন্দ্র ম-ল, স্থানীয় আওয়ামী লীগ নেতা সরদার শফিকুল ইসলাম, আবু ঈসা গাজী, শিক্ষক মিহির কান্তি ম-ল, সাংবাদিক মনিরুজ্জামান মনু, আনিসুজ্জামান, কামাল হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।