
শেখ মনিরুজ্জামান মনু ::
কয়রা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ক্লাইমেট-স্মাট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযােজন প্রকল্পের আওতায় অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহন কর্মশালা ২১ জুন (মঙ্গলবার) দুপুর ২ টায় কয়রা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্টিত হয়। কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এড, কমলেস কুমার সানা ক্লাইমেট -স্মাট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযােজন প্রকল্পের পরিচালক শেখ ফজজুল হক মনি,স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মােঃ আসাদুজ্জামান। বক্তৃতা করেন উপজেলা প্রানী সম্পাদ অফিসার ডাক্তার কাজী মােস্তাহিন বিল্লাহ,ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম,আলহাজ্ব আব্দুল্যাহ আল মাহমুদ,সরদার নুরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান,প্রমুখ। কর্মশালায় জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক,সরকারী কর্মকর্তা ও কৃষকরা অংশ গ্রহন করেন।