
শেখ মনিরুজ্জামান মনু ::
কয়রা উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নায়নের লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যেগে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে আদিবাসি মু-া সম্প্রদায়ের মাঝে বিনামূল্যে গো-খাদ্য বিতরন করা হয়েছে। গত ২৮ জানুয়ারী বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গো-খাদ্য বিতরন করেন। ১২ জন সুবিধাভোগীদের মাঝে ১৫’শ কেজি ডেয়ারী ফিড প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার কাজী মো. মোস্তাইন বিল্যাহ, ডাক্তার জান্নাতুল ফেরদৌস, অফিস সহকারী মো. রফিকুল ইসলাম, এলএফএ শরীফুল ইসলাম ও সঞ্জয় পাল সহ সুবিধাভোগী পরিবারের সদস্যবৃন্দ।