
শেখ মনিরুজ্জামান মনু ::
‘দুর্যোগে আগাম সতর্কতা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে কয়রা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১৩ অক্টোবর(বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলার প্রধান সড়কে র্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকুনুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এবিএমএস দোহা ( বিপিএম), উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা কাজী মুস্তাইন বিল্যাহ। বক্তৃতা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী পার্থ প্রতিম চত্রবর্তি, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু,রিয়াসাদ আলী, এনজিও প্রতিনিধি মনোতোষ কুমার মধূ, আব্দুল মালেক, সরোয়ার হোসেন, সিপিপির সদরের টিম লিডার মাসুম বিল্যাহ,ডেপুটি টিম লিডর ধীরাজ কুমার রায়,প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক,এনজিও প্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সিপিপির সদস্যরা উপস্থিত ছিলেন।