
শেখ মনিরুজ্জামান মনু ::
কয়রায় নবযাত্রা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের “আমেরিকান সরকারের আন্তজার্তিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)’র ব্যুরো ফর হিউম্যানিট্যারিয়ান এসিসটেন্স এর অর্থায়নে ’’ইনক্রিসিং কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার ইন বাংলাদেশ” প্রকল্পের উদ্বোধনী সভা গত মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্টিত হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। প্রধান অতিথি বলেন এই প্রকল্পের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় মানুষের সক্ষমতা বৃদ্বি পাবে ও এলাকার দুর্যোগ ঝুকি হ্রাস পাবে। অনুষ্ঠানে স¦াগত বক্তব্য প্রদান করেন মনোতোষ কুমার মধু, ফিল্ড অফিস ম্যানেজার, কয়রা, নবযাত্রা প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। প্রকল্পের বিষয়বসÍুর উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন উক্ত প্রকল্পের ম্যানেজার মো: মাহবুবুর রহমান ও বক্তব্য রাখেন আলেক্র বেকুন্ডা ডেপুটি চীপ অপ পার্টি, নবযাত্রা প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, উপজেলা প্রকল্প বাসÍবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা কৃষি কর্মকতা এস. এম. মিজান মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রসাশনের বিভিন্ন বিভাগের কর্মকতাবৃন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান,ইউপি চেয়ারম্যান,সাংবাদিক,সুশীল সমাজেরে নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি আলহাজ এস. এম. শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ’’ ইনক্রিসিং কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার ইন বাংলাদেশ” প্রকল্পের সূচনাকে সাধুবাদ জানান ও প্রকল্পের শুভ উদ্বোধনী ঘোষনা করেন।