
কয়রা(খুলনা) প্রতিনিধি ::
কয়রা উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ জাকারিয়া শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ২৩ এপ্রিল সকাল ১০ টায় বিদ্যালয়ে চত্বরে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও দানবীর আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ,কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমেদ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম,কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন রায়,বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার লুৎফর রহমান,সহকারি প্রধান শিক্ষক বশির উদ্দিন,শিক্ষক আবুল বাশার, সিরাজুল ইসলাম, বিন্দু শেখর সরকার, ,ম্যানিজিং কমিটির সদস্য তোফাজ্জেল হোসেন, আঃ সামাদ,আজিজুল ইসলাম,অভিভাবক আমিরুল ইসলাম ফকির,আছাদুজ্জামান,সৈনিক লীগের আহবায়ক আরাফাত হোসেন প্রমুখ। অভিভাবক সমাবেশ শেষে উক্ত অনুষ্ঠানে বিশ্ব বই দিবস পালন,শ্রেনী কক্ষ ভবনের ছাদের উদ্বোধন,সেকায়েক প্রকল্পের গভীর নলকুপ স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক,ম্যানিজিং কমিটির সদস্য,অভিভাবক,শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।