
শেখ মনিরুজ্জামান মনু ::
কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে দূর্গা মন্দিরের পুরোহিত ও সেবাইত দের মাঝে ১৭ ফেব্রুয়ারী সকাল ১০ টায় দক্ষিন মদিনাবাদ সার্ব জনীন দুর্গা পূজা মন্দিরে কম্বল বিতরন করা হয়েছে। এ উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট অম্বিকা চরন সানা, সাধারন সম্পাদক দীলিপ কুমার বৈরাগী, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল,এ্যাডভোকেট প্রমথ কুমার মন্ডল,অধ্যপক আশুতোষ রায়,বিজন রায়,প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা,সুব্রত কুমার সরকার,জোত্যিষ চন্দ্র মন্ডল,রনজিত সরকার,কানাই লাল মন্ডল,কবিদাশ বাহাদুর,মহাশিষ সরদার,কার্ত্তিক চন্দ্র মন্ডল,গিরেন্দ্র নাথ মন্ডল,নির্মল চন্দ্র দাশ,দুর্গা পদ মন্ডল,অনিমেষ রায়,দীপক মন্ডল,ব্রজেন গাইন,রথিন্দ্র নাথ মন্ডল,অরুনোদয় তরফদার,ননী গোপাল মজুমদার প্রমুখ।