
শেখ মনিরুজ্জামান মনু ::
কয়রায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে বিএমএ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ শেখ মোহাম্মদ শহিদ উল্যাহর পক্ষে থেকে ২১ এপ্রিল বেলা ১১ টায় আমাদী ইউনিয়ন পরিষদে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগনেতা ও বিএমএর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ শেখ মোহাম্মদ শহিদ উল্যাহ,আমাদী ইউনিয়ানের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমির আলী গাইন,কয়রা উপজেলা আ’লীগের সদস্য মোহাম্মদ আলমগীর হোসাইন,কয়রা উপজেলা কৃষকলীগের সন্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক অধ্যাপক আবদুর রাজ্জাক, ইউপি সচিব নুর আলম প্রমুখ। করোনা পরিস্থিতি নিয়ে অধ্যাপক ডাঃ শেখ মোহাম্মদ শহিদ উল্ল্যাহ বলেন,দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাস যে ভাবে ছড়িয়ে পড়েছে তাতে আমরাও বেশ ক্ষতির সন্মুখীন হতে পারি । তবে মানুষ সচেতন হলে স্বাস্থ্যবিধি মেনে চললে ক্ষয়-ক্ষতির হাত থেকে রেহাই পেতে পারে। এখন সবচেয়ে গুরত্বপুর্ন বিষয় হলো পারস্পরিক সামাজিক দুরত্ব বজায় রাখা। এর আগে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালার নিকট ৩০ পিচ পিপিই প্রদান করেন ।