
শেখ মনিরুজ্জামান মনু ::
খুলনার কয়রায় সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে আবুল হাসান নূরী (৩৫) কে প্রায় ৪০ কেজি চিংড়ি মাছ সহ আটক করেছে কয়রা থানা পুলিশ।
কয়রা থানা সূত্রে জানাযায়, শনিবার ১৭ জুলাই ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনর নির্দেশনায় কাশিয়াবাদ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মোঃ টিপু সুলতানের নেতৃত্বে সংঙ্গিয় ফোর্স নিয়ে কয়রা সদর ইউনিয়নের ৪ নং কয়রা গ্রামে অভিযান পরিচালনা কালে শাকবাড়িয়া নদী সংলগ্ন আসামি আবুল হাসান নূরীর বাড়ি থেকে সুন্দরবন থেকে বিষ প্রয়োগ করে ধরা প্রায় ৪০ কেজি চিংড়ি মাছ সহ তাকে আটক করা হয়েছে। পরবর্তীতে আসামিকে
কয়রা বিঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায় ১ মাসের জেল প্রদান করেন।