
শেখ মনিরুজ্জামান মনু ::
কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীরমুক্তিযােদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলােচনা সভা ২৬ মার্চ বেলা ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মােঃ মমিনুর রহমানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার মােঃ রেজাউল করিমের সঞ্চলনায় আলােচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৬, কয়রা- পাইকগাছা আসনের সংসদ সদস্য আলহাজ্ব মােঃ আক্তারুজ্জামান বাবু,বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডভােকেট কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, থানা অফিসার ইনচার্জ এবিএমএস দােহা (বিপিএম)। বক্তৃতা করেন প্রানী সম্পদ অফিসার ডাক্তার কাজী মুস্তাইন বিল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুজিত কুমার বৈদ্য, মুক্তিযােদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ্যাডঃ কেরামত আলী,বীরমুক্তিযােদ্ধা এসএম গােলাম রব্বানী, বীরমুক্তিযােদ্ধা আব্দুর রহমান সানা, বীরমুক্তিযােদ্ধা সরদার মাহাবুবুর রহমান, প্রয়াত মুক্তিযােদ্ধা পরিবারের সন্তান প্রভাষক মাসুদুর রহমান মন্টু প্রমুখ। আলােচনা শেষে রচনা প্রতিযােগিতা, চিত্রাঅংকন ও ক্রীড়া অনুষ্টানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।