
শেখ মনিরুজ্জামান মনু ::
উপকূলীয় উপজেলা কয়রার দুর্যোগ ঝুঁকিতে থাকা আড়াই লক্ষাধীক মানুষ দুর্যোগ হলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ দুর্যোগ বিষয়ে মানুষকে সচেতন করতে উপজেলা সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রামের (সিপিপি) আয়োজনে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার গাজী আব্দুজ জব্বার কলেজিয়েট স্কুল মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলা সিপিপির টিম লিডার আব্দুল্লাহ আল মামুন লাভলুর সভাপতিত্বে মাঠ মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচীর উপ পরিচালক মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির সহকারী পরিচালক মামুনুর রশীদ, সহকারি পরিচালক মুন্সী নূর মোহাম্মদ, কয়রা উপজেলা ডেপুটি টিম লিডার তানিয়া আক্তার প্রমুখ।
মহড়ায় শেষে অংশগ্রহণ কারী স্বেচ্ছাসেবকদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।