কয়রায় ২টি ঘর আগুনে পুড়ে ছাই


358 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কয়রায় ২টি ঘর আগুনে পুড়ে ছাই
মার্চ ২৭, ২০১৮ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

শেখ মনিরুজ্জামান মনু ::
কয়রা উপজেলা সদর ইউনিয়নের ৪নং গ্রামের মৃত আরমান সানার পুত্র নুরুল ইসলাম সানার ১টি বসত ঘর ও ১টি রান্না ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার বেলা ১টার সময়। ঘর মালিক নুরুল সানা জানান রান্না ঘরের চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ সময় ঘরের সকল আসবাব পত্র, খাদ্য শস্য, প্রয়োজনীয় সাংসারিক মালামাল, জরুরী কাগজ পত্র, নগদ টাকাসহ অপূরনীয় ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য এস,এম, লুৎফর রহমান জানান, অসহায় পরিবারটির ঘর ২টি পুড়ে যেয়ে অপুরনীয় ক্ষতি হয়েছে, তাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ক্ষতিগ্রস্থ পরিবারকে শাড়ি, লুঙ্গি এবং পাঞ্জাবী দেওয়া হয়েছে এবং পর্যায় ক্রমে আরো সাহায্য প্রদান করা হবে।

##